দুষ্ট শব্দ দুষ্টবানান / ড. মোহাম্মদ আমীন

দুষ্টবানান

বাংলা বানানে এমন কিছু শব্দ আছে যেগুলোর বানান জানা থাকলেও অনেক সময় লিখতে ভুল হয়ে যায়। দ্বিধা হয় লিখতে। এরূপ কিছু পাজি শব্দের বানান দেয়া হল। বানানগুলো ভালোভাবে দেখুন। তারপর ভাবুন, কেমন লিখেন বা লিখেছিলেন। আমার কিন্তু ভুল হয়। ভালোভাবে দেখলে এখানেও ভুল পেয়ে যাবেন।
অকস্ম্যাৎ/ অগ্ন্যাশয়/ অন্ত্যেষ্টিক্রিয়া/ অনিন্দ্য/ অচিন্ত্য/ অগ্ন্যুৎপাত/ অন্তঃসত্ত্বা/ অধ্যাত্ম/ অনূর্ধ্ব/ ঊর্ধ্ব/ এতদ্দ্বারা/ এতদ্ব্যতীত/ঔজ্জ্বল্য/ ঔদ্ধত্য/ কর্তৃত্ব/ ঘূর্ণ্যমান/ জলোচ্ছ্বাস/ জীবাশ্ম/ জ্বর/জ্বলজ্বল/ জ্বলা/ জ্বালানি/ জ্যেষ্ঠ/ তাত্ত্বিক/ তীক্ষ্ণ/ ত্যক্ত/ তুষ্ণীম্ভাব/ দয়ার্দ্র/ দারিদ্র্য/ ধ্বংস/ ধ্বজা/ ধ্বন্যাত্মক/নঞর্থক/ নিক্কণ/ নির্দ্বন্দ্ব/ নৈর্ঋত /ন্যস্ত।

প্রত্যূষ/প্রাতঃকৃত্য/প্রোজ্জ্বল/পৌরোহিত্য/বক্ষ্যমাণ/
বর্ত্ম/ব্যগ্র/ব্যঙ্গ/ব্যঞ্জনা/ব্যত্যয়/ব্যথা/ব্যথা/ব্যতিক্রম/ ব্যূহ/ভৌগোলিক/মনস্তত্ত্ব/মন্বন্তর/মহত্ত্ব/শিরশ্ছেদ/শ্বশুর/
শ্বশ্রূ/ শ্বাপদ/শ্মশান/সন্ন্যাস/সাত্ত্বিক/সান্ত্বনা/সিন্দূর/ সৌহার্দ্য।

অপাঙ্‌ক্তেয়/অলঙ্ঘ্য/ অশ্বত্থ/ আকাঙ্ক্ষা/ আর্দ্র/ উচ্চেঃস্বরে/ উজ্জ্বল/ উত্ত্যক্ত/
কৃচ্ছ্র/ক্বচিৎ/ ক্রূর/ ক্ষুন্নিবৃত্তি/ জ্যোৎস্না/ জ্যোতি/ জ্যোতিষ্ক/ তৎক্ষাণৎ/তদ্ব্যতীত/
দুর্নিরীক্ষ্য/দ্ব্যর্থ/দূত্যক্রীড়া/দারিদ্র্য/দৌরাত্ম্য/ন্যুজ্ব/ন্যূন/পক্ক/পঙ্‌ক্তি/পক্ষ্ম/পারঙ্মুখ/
পার্শ্ব/প্রতিদ্বন্দ্বিতা/প্রতিদ্বন্দ্বী/গার্হস্থ্য/কর্ত্রী।

সমোচ্চারিত শব্দের বানানে ই-কার ও ঈ-কারজনিত অর্থ পার্থক্য:- দেখুন শুধু ( ই/ ঈ)কারের জন্য শব্দার্থের কত পার্থক্য হয়ে যেতে পারে: দেখুন নিচের লিংকসমূহে :
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/২
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৩
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৪
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৫
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৬
দুষ্ট শব্দ দুষ্ট বানান বিসিএস/৭




Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন