Posts

Showing posts from August, 2015

আর্য / ড. মোহাম্মদ আমীন

আর্য অার্য শব্দের ইংরেজি aryan। ককেশীয় মহাজাতি গোষ্ঠীর একটি বৃহৎ নৃগোষ্ঠী। এদের আদি পুরুষ ১ লক্ষ ২৫ হাজার বছর আগে আফ্রিকা থেকে বের হয়ে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও এশিয়ায় ছড়িয়ে পড়া শুরু করে। ৭৫ হাজার বছর আগে এদের একটি দল আরব উপদ্বীপে পৌঁছায়। ৬০ হাজার বছরের মধ্যে এরা এশিয়া সংলগ্ন ইউরোপে বসতি স্থাপন করে। ৪০ হাজার বছরের মধ্যে রাইন নদী থেকে তুরস্ক পর্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। খ্রিস্টপূর্ব ৩৫ হাজার অব্দের দিকে এদের একটি দল দানিয়ুব নদীর তীরবর্তী তৃণাঞ্চলে বসবাস করা শুরু করে। জনসংখ্যা বৃদ্ধি এবং আন্তঃগোষ্ঠীর দ্বন্দ্বের কারণে এদের একটি দল এ অঞ্চল ত্যাগ করে দার্দেনেলিশ প্রণালী হয়ে এশিয়া মাইনরে প্রবেশ করে। খ্রিস্টপূর্ব ২৫ হাজার অব্দের দিকে এরা ইউফ্রেটিস-টাইগ্রিস নদী পার হয়ে মধ্য এশিয়ার বিস্তৃর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে একটি দল চলে যায় ইউরোপের দিকে, অপর দলটি চলে আসে ইরানের দিকে। খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দের দিকে ইরানের পশ্চিমাঞ্চলের অধিবাসীরা ভারতে প্রবেশ করে। ইরানে যারা থেকে গিয়েছিল তাদের বলা হয় ইন্দো-ইরানীয় এবং যারা ভারতে প্রবেশ করেছিল, তাদের বলা হয় আর্য। ইউরোপীয় পণ্ডিতগণের মতে, আর্যগণ প্রথমে পশুপ

অভিমান ও রাগ / ড. মোহাম্মদ আমীন

অভিমান ও রাগ অভিমান হচ্ছে : প্রিয়জনের আচরণজনিত মনোবেদনা বা ক্ষোভ। ‘রাগ’ শব্দের অর্থ : ক্রোধ, রোষ, প্রভৃতি। তবে সংগীতের ‘রাগ’ কিন্তু ক্ষোভ বা রোষ নয়। অভিমান শুধু প্রিয়জনের আচরণের কারণে জন্মে। সম্পর্ক যত গভীর হয় অভিমান তত নিবিড় হয়। সে ক্ষেত্রে সামান্য কারণে অভিমান মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অন্যদিকে, রাগ যে  কোনো ব্যক্তির আচরণে জন্ম নিতে পারে। অভিমান প্রধানত প্রচ্ছন্ন ভালবাসা, বিমল অনুযোগ, আনন্দময় প্রাপ্তির মধুর প্রত্যাশা এবং প্রিয়জনকে আরও নিবিড়ভাবে গভীর করে পাওয়ার অভিনয় প্রভৃতি হৃদয়গঠিত নমনীয়তার নন্দিত বিকাশ। কিন্তু রাগে ঘৃণা, ক্ষোভ, হিংস্রতা, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা প্রভৃতি নিন্দিত ও পাশব বিষয়গুলো পশুর মতো নৃশংসতায় জেগে উঠতে পারে। অভিমানের পশ্চাতে সম্পর্ককে আরও নিবিড় ও মধুর করার প্রত্যাশা থাকে এবং নৈকট্যের তীব্রতা প্রবল মমতায় উছলে ওঠে। অভিমানে প্রতিপক্ষের ক্ষতির কোনো ইচ্ছা থাকে না। কিন্তু রাগে প্রতিশোধ আর প্রতিপক্ষের ক্ষতি করার ইচ্ছা প্রচণ্ড রুদ্রতায় মারাত্মক হয়ে ওঠে। অভিমান ও রাগের মিল : দুটোই প্রতিপক্ষের আচরণ ছাড়াও ব্যক্তির আত্মমর্যাদাবোধ দ্বারা তাড়িত হয়।

অভিমান / ড. মোহাম্মদ আমীন

অভিমান অভিমান শব্দের আভিধানিক অর্থ : আত্মীয়স্বজন কিংবা যে কোনও প্রিয়জনের অবজ্ঞা বা অবহেলাজনিত মনোবেদনা। আপনজন যত ঘনিষ্ঠ হয় মনোবেদনা তত অধিক ও জটিল হয়। সংগতকারণে মনোবেদনার প্রতিক্রিয়াও তত বেশি হয়। অতি ঘনিষ্ঠ ও গভীর সম্পর্কের ক্ষেত্রে সামান্য কারণেও মনোবেদনা প্রবল হয়ে উঠতে পারে। এ মনোবেদনার কারণে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তবে ‘অভিমান’ শব্দের আদি অর্থ এমন ছিল ন। শব্দটির আদি অর্থ ছিল ‘নিজের প্রতি মান’, ‘এমন ভাব’ প্রভৃতি। এ ভাব বা চেতনা থেকে শব্দের মূল অর্থ হয়ে দাঁড়ায় আত্মসম্মান, গৌরব, মান, অহঙ্কার প্রভৃতি। কোনও মানুষের মনে যখন এরূপ বোধের কারণে বঞ্চনার ভাব জাগে এবং বঞ্চনাটা যখন আসে প্রিয়জন হতে তখন হৃদয়-মন সত্যিকার অভিমানে ফুঁসে ওঠে। হিন্দিভাষাতেও ‘অভিমান’ আছে এবং বাংলার মতো একই অর্থ বহন করে।

Lief Sketch of Dr. Mohammed Amin / Rafiqul Alam.

Dr. Mohammed Amin was born in 31st December, 1964 at Chanadanish Upazilla of Chittagong in Bangladesh . Among five brothers and three sisters Dr. Mohammed Amin is eldest. His village name is Syed Mohammed Para. The village, Syed Mohammed Para was very legendary for its religiousness  and cultural activities. As a member of noble family Dr. Amin got immense opportunity to make himself as a liberal and clued-up from his boyhood, even though his intimates were Islamic scholars and religious researchers, but none of them were rigid with religious dogma. -  His father Moulana Syed Nurul Islam was a prominent Islamic thinker, educationist and social worker with enormous experience in numerous fields. He established a vast library with the valuable books of the world famous writers in different countries and language. He knew everything. For this people called him Jack of all trades. He was a poet, writer, social reformer, artist, columnist and teacher. Hazrat Moulana Nurul Islam