খাঁটি বাংলা উপসর্গ / ড. মোহাম্মদ আমীন - শুাবচ



খাঁটি বাংলা ২১টি উপসর্গের জন্য
গল্পকথাঃ-
অঘারাম অকেজো, অজপাড়াগাঁয়ে
অনাদরে বড়। অাধোয়া চালের ভাত সে ভরপেট খেতে পায়না।
তবে অাড়চোখে, অাড়ালে, অাবডালে ইতিহাসের দিকে লক্ষ করে। ভাবে, কবে সে সাজোয়ানের
মতো একাই উনিশটি কদবেল খাবে, কুঅভ্যাস গুলো ত্যাগ করবে নিঁখুত ভাবে চলবে। নিয়ে সে
অানকোরার মতো হাপিত্যেশ করতে থাকে। তার এই বিফল স্বপ্নে
পাতিকাক হাসে, রামছাগল সরবে
বলে,' সুদিন তোমার অাসবেনা"

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ