সত্তা সত্ত্ব সত্ত্বা / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

সত্তা/সত্ত্ব/সত্ত্বা

বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানমতে,
১. ‘সত্তা’ শব্দের অর্থ অস্তিত্ব/ স্থিতি/বিদ্যমানতা/বর্তমানতা।
২. সত্ত্ব শব্দের অর্থ স্বত্তা
সুতরাং সত্ত্ব = সত্তা =অস্তিত্ব/ স্থিতি/বিদ্যমানতা/ বর্তমানতা।
‘সত্ত্ব’ শব্দের আর একটি অর্থ আছে। সেটি হচ্ছে- ফলের রস দ্বারা প্রস্তুত কোন খাদ্যবস্তু।
যেমন: আমসত্ত্ব।
অনেকে ‘সত্তা/সত্ত্ব’ শব্দের পরিবর্তে ‘স্বত্ত্বা’ শব্দ লিখে থাকেন।
‘সত্ত্বা’ শব্দের অর্থ কী কিংবা আদৌ এমন শব্দ বাংলা ভাষায় আছে কিনা আমার জানা নেই।

দেখুন : সত্তা সত্ত্ব ও স্বত্বা বানান মনে রাখার কৌশল

গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :
শুবাচ লিংক
শুবাচ লিংক/২
শুদ্ধ বানান চর্চা লিংক/১
শুদ্ধ বানান চর্চা লিংক/২
শুদ্ধ বানান চর্চা লিংক/৩
এককথায় প্রকাশ (অ-অ)
এককথায় প্রকাশ (আ-আ)
এককথায় প্রকাশ (ই-ই)
এককথায় প্রকাশ (ঈ-ঈ)
এককথায় প্রকাশ (উ-উ)
এককথায় প্রকাশ (ঊ-ঊ)
এককথায় প্রকাশ (ঋ-ঋ)
এককথায় প্রকাশ (এ-এ)
এককথায় প্রকাশ (ঐ-ঔ)
এককথায় প্রকাশ (ক-ক)
এককথায় প্রকাশ (খ-খ)
এককথায় প্রকাশ (গ-গ)
এককথায় প্রকাশ (ঘ-ঘ)
এককথায় প্রকাশ (চ-চ)
এককথায় প্রকাশ (ছ-ছ)
এককথায় প্রকাশ (ঝ-ঝ)
এককথায় প্রকাশ (ট-ট)
এককথায় প্রকাশ (ঠ-ঠ)
এককথায় প্রকাশ (ঢ-ঢ)
এককথায় প্রকাশ (ণ-ণ)
এককথায় প্রকাশ (ত-ত)
এককথায় প্রকাশ (থ-দ)
এককথায় প্রকাশ (ধ-ধ)
এককথায় প্রকাশ (ন-ন)
এককথায় প্রকাশ (ফ-ফ)
এককথায় প্রকাশ (ব-ব)
এককথায় প্রকাশ (ভ-ভ)
এককথায় প্রকাশ (ব-ব)
নাটোর জেলার নামকরণ
চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য
মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য
হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য
পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ
ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ
আমিও পুলিশ ছিলাম
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল
চটি পড়বেন না পরবেন
তৈরি তৈরী দুঃসংবাদ
তিন শ-য়ের বাড়াবাড়ি
যত দোষ নন্দ ঘোষ
দুর্গাপূজার বানান দুর্গতি
সবুরে মেওয়া ফলে
অবাক শব্দ সবাক অর্থ
উনপঞ্চাশ বায়ু
চড়ুইভাতি
সুধি বনাম সুধী
ভাবীর মাংস  মেয়ের দুধ
সাধের লাউ
ভূ এবং ভুবন
ইংরেজি শব্দের বাংলা আত্তীকরণ

সন্ধি বিচ্ছেদ
অঞ্জলি শব্দের ব্যুৎপত্তি
প্রাক্তন ও সাবেক
মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন এল যেভাবে
উপকরণ ও উপাদান
জোড় কলম খিচুরি শব্দ
বাংলা ভাষার নতুন শব্দ
প্রাবদ ও প্রবচন

Comments


  1. স্বত্বা শব্দ টি কি ব্যাবহার করা যেতে পারে।যেমন- " আমার নিজের একটি স্বত্বা আছে"।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন