ধর্মঘট / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

ধর্মঘট
সকলে ঐক্যবদ্ধভাবে কিছু করা বা করা হতে বিরত থাকার প্রতিজ্ঞার মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা অর্থে ‘ধর্মঘট’ শব্দ ব্যবহৃত হয়। তবে ধর্মঘট শব্দের বুৎপত্তির সাথে বর্তমানে প্রচলিত অর্থের মিল নেই। ‘ধর্মঘট’ অর্থ লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত ঘট। ধর্ম ঠাকুরকে সাক্ষি রেখে প্রতিবছর বৈশাখ মাসে গঙ্গাজল পূর্ণ করে এ ঘট স্থাপন করে কোন বিষয়ে সিদ্ধিলাভের জন্য প্রতিজ্ঞা করা হতো। ধর্ম ঠাকুরের উপাসকদের বিশ্বাস ছিল, কোন অধার্মিকের পক্ষে ধর্মঘট উত্তোলন বা ভঙ্গ করা সম্ভব নয়। ধর্মঘট স্পর্শ করে প্রতিজ্ঞা ও সিদ্ধিলাভের জন্যই ধর্মঘট শব্দটি ক্রমান্বয়ে ধর্ম ছেড়ে দাবি আদায়ের আন্দোলনে চলে আসে। মধ্যযুগের বাংলা কবিতায় ধার্মিক শব্দের প্রতিশব্দ হিসেবে ধর্মঘটি শব্দ প্রচলিত ছিল।

এখন ধর্মঘট বলতে ধার্মিক বুঝায় না, যারা ধর্মঘট করেন তাদের বুঝায়। যারা ধর্মঘট করেন তারা নিজেদের দাবি ন্যায্য গণ্যে উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত চালিয়ে যাবার প্রতিজ্ঞা করেন। অন্যদিকে প্রতিপক্ষরা ধর্মঘটিদের অন্যায্য ও সন্ত্রাসী আখ্যায়িত করে প্রতিহত করার প্রয়াস নেন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ