প্রবন্ধ ও নিবন্ধ / ড. মোহাম্মদ আমীন



প্রবন্ধ এবং নিবন্ধ এর মধ্যে তফাতটা কি?
যে বাক্যসমূহের বন্ধনে বা রচনায় উদ্দীষ্ট বিষয় প্রকৃষ্টরূপে প্রকাশ পায় তাই প্রবন্ধ আর যে বাক্যসমূহের বন্ধনে বা রচনায় উদ্দীষ্ট বিষয়ের প্রকাশে 'বিনিগ্রহ' অর্থাৎ 'নিরোধ' বা 'নিয়মন' বা 'নিয়ন্ত্রণ' (restriction-অর্থে) থাকে তাকে 'নিবন্ধ' বলে 'প্র' এবং 'নি' উপসর্গের অর্থভেদের কারণেই 'প্রবন্ধ' আর 'নিবন্ধ'-কে সমার্থক হতে দেয় নি সরকারী দপ্তরে বা ফরমায়েসি লেখায় নিবন্ধ রচিত হয় আর স্বতঃস্ফূর্ত স্বাধীন চিন্তার প্রতিফলন ঘটে প্রবন্ধে
প্রবন্ধ আর নিবন্ধ শব্দদ্বয় আজকাল অনেকটা অভিন্ন অর্থে ব্যবহৃত হলেও এদের বুৎপত্তি প্রায়োগিক পার্থক্য রয়েছে প্রকৃষ্ট বন্ধন যার সেটি প্রবন্ধ এখানে সংশ্লিষ্টতা পরম্পরায় প্রবন্ধের বিস্তৃতি গভীরতা অসীম নির্দিষ্ট বন্ধন যারসেটি নিবন্ধ প্রকৃষ্টতার উল্লেখ না থাকলেও নিবন্ধ প্রকৃষ্ট বন্ধনমন্দ্রিত অপেক্ষাকৃত স্বল্প অবয়বের একটি প্রবন্ধ যেখানে লেখক একটি নির্দিষ্ট গণ্ডিতে নিজের প্রকৃষ্ট বিচরণ প্রকম্পিত রাখেন নিবন্ধের নির্দিষ্টতা এর বন্ধন, বিস্তৃতি গভীরতাকে সীমাবদ্ধ রাখার প্রেরণা যোগায় যদিও এটি কেবল বিস্তারভিত্তিক নয়; বরং বিশ্লেষণ যৌক্তিকতার আদলভিত্তিক প্রবন্ধ একটি বিষয়কে যতটুক বিস্তৃত বিশ্লেষণে তুলে ধরে নিবন্ধ তা করে না ঠিক উপন্যাস আর বড় গল্পের মত
সংস্কৃত ভাষায় 'প্রবন্ধ' শব্দের সাধারণ অর্থ 'উদ্দেশ্য বা পরিকল্পনা', কিন্তু বাংলায় শব্দটির অর্থ দাঁড়িয়ে গেছে essay বা রচনা অর্থে
প্রবন্ধ শব্দের মূলানুগ অর্থ 'প্রকৃষ্ট বন্ধন যার', বাংলায় রচনা মাত্রই প্রবন্ধ ('আলগোছে তফাতে থেকে সমালোচনা প্রবন্ধে একটু-আধটু ঠোকর দেয় অনেকেই - অনুকরণ না হনুকরণ'- সৈয়দ মুজতবা আলী)
সংস্কৃত ভাষায় 'নিবন্ধ' শব্দটি অদৃষ্ট, ভাগ্যের লিখন, নিমিত্ত এমনসব অর্থে ব্যবহৃত হতে দেখেছি একই অর্থে বাংলায়ও প্রয়োগ আছে যেমন- 'নিবন্ধ খণ্ডাইতে পারে শকতি কাহার'- দৌলত উজির বাহরাম খান
নিবন্ধন, নিবন্ধিত এমন ক্ষেত্র ছাড়া 'নিবন্ধ' 'প্রবন্ধ' শব্দ দু'টি 'যুক্তিপূর্ণ রচনা' অর্থে বাংলায় ্যবহৃত হচ্ছে

Comments

  1. পড়ে বেশ।বুঝলাম

    ReplyDelete
  2. তাহলে কোনো বিশেষ এক মাতৃ চরিত্রের সন্তানের জন‍্য বিশেষ ধরণের কাজের উপর আলোকপাত করে লেখাটিকে কী বলা হবে?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন