ধনি হতে ধন্বী / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

ধনি, ধ্বনি, ধনী, ধন্বী। চারটি শব্দ। উচ্চারণ এক, বানান ভিন্ন।
'ধনি' মানে- সুন্দরী, যুবতী।
'ধ্বনি' মানে- স্বর, শব্দ, রব।
'ধনী' মানে- ধনবান, সম্পদশালী, বড়লোক।
'ধন্বী' মানে- তিরন্দাজ, ধনুর্ধারী।

Comments

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন