তারিখ লেখা ও পড়ার নিয়ম / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



তারিখ লেখা পড়ার নিয়ম

*********************
তারিখ লিখতে হবে অঙ্কে (সংখ্যায়) যেমন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ... ৩১ ডিসেম্বর। অর্থাৎ প্রথমে তারিখ (অঙ্ক/সংখ্যা) এবং পরে মাসের নাম। কিন্তু পড়তে হবে পয়লা (পহেলা) জানুয়ারি, দোসরা ফেব্রুয়ারি, তেসরা মার্চ, চৌঠা এপ্রিল, পাঁচই মে, ছউই জুন ... একত্রিশে ডিসেম্বর (এক জানুয়ারি, দুই ফেব্রুয়ারি, তিন মার্চ, চার এপ্রিল, পাঁচ মে, ছয় জুন ... একত্রিশ ডিসেম্বর এভাবে পড়া চলবে না) তবে লেখার সময় থেকে তারিখ পর্যন্ত পয়লা, দোসরা, তেসরা এবং চৌঠা এভাবেও (অর্থাৎ শব্দ/কথায়) লেখা যেতে পারে।
অনেকে এভাবেও (ভুল সংক্ষিপ্তরূপ ১লা, ২রা, ৩রা, ৪ঠা) লিখে থাকেন। এভাবে লিখলে ভুলভাবে পড়ার আশঙ্কা থেকে যায়। মাসের পয়লা তারিখকে ১লা লেখার কারণে কোনো-কোনো দেশীয় বাংলা টিভি চ্যানেলের সংবাদ পাঠক/পাঠিকাকে একলা জানুয়ারি, একলা ফেব্রুয়ারি পড়তে আমি নিজের কানে শুনেছি একাধিকবার

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. তারিখ লেখার সঠিক নিয়ম কোনটি
    01-01-18
    01/01/18
    01.01.18

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন