প্রবাদ তিন / ড. মোহাম্মদ আমীন


পর্ব তিন

         'অনস্তিত্ব' বোঝাতে প্রবাদ বাক্য.....
১) যা নাই ভাণ্ডে, তা নাই ব্রহ্মাণ্ডে ।২) আপনার আপনার কিছু নয়, জগৎ কেবল মায়াময় ।৩) যেখানে নেই আসল মায়া, সেখানেই বেশি আহা ।'অস্তিত্ব' বোঝাতে......১) বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ।২) মানুষের দশা, আজ হাতি কাল মশা ।৩) যেখানে উৎপত্তি, সেখানে নিবৃত্তি ।৪) যেখানে জল সেখানে মাছ, যেখানে পাখি সেখানে গাছ ।'আকার' বোঝাতে......১) আগে দর্শনধারী পরে গুণবিচারি ।২) কামার গড়বে যা, মনে মনে জানে তা ।৩) বেয়াই কেমন ঘি খান, এক আঁচড়েই জানা যায় ।'আত্মমুখরতা' বোঝাতে......১) আপন যেমন, জগৎ তেমন ।২) আপন বুদ্ধিতে তর, পরের বুদ্ধিতে মর ।৩) আপন বুদ্ধিতে ফকির হই, পরের বুদ্ধিতে বাদশা নই ।৪) পরের কথায় লাথি-চড়, নিজের কথায় ভাত-কাপড় । 'আরোহণ' বোঝাতে......১) আগের ধাপে পা দাও, সিঁড়ির আগে তবে যাও ।২) মিছে কাজে গাছে চড়ন, তার মরণ যখন তখন ।৩) সিঁড়ি তুমি কার, যে ওঠে তার ।৪) সংসার এক সিঁড়ি, কেউ ওঠে কেউ নামে ।'আহার' বোঝাতে......১) আহার করবে ধীরে ধীরে, কোনো দিকে না যাবে ফিরে ।২) দুধে কান্তি ঘিয়ে বল, শাক পাতায় বাড়ায় মল ।৩) ক্ষেতে তুষ্ট মইয়ে, ভোজন তুষ্ট দইয়ে ।৪) খাব তো খাব, পেট ভরে খাব ; যাব তো যাব দেশ ছেড়ে যাব ।৫) খিদের বাড়া গরজ নাই, যা পাই তাই খাই ।৬) যে খেতে জানে, সে খাওয়াতেও জানে ।'উপাদান' বোঝাতে.....১) বিয়ে করতে কড়ি, ঘর করতে দড়ি ।২) বিনয়েতে মন ভেজে, চিঁড়া ভেজে কই? চিঁড়া যদি ভিজাইতে চাও, আগে আনো দই ।'কারণ' বোঝাতে......১) যার যেখানে ব্যথা, তার সেখানে হাত ।২) যার যেমন মতি, তার তেমন গতি ।৩) যার যেমন মন, তার তেমন ধন ।৪) যে যায় লঙ্কায়, সেই হয় রাক্ষস ।৫) বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি.গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ।

Comments

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন