দক্ষযজ্ঞ / ড. মোহাম্মদ আমীন - শুবাচ



দক্ষযজ্ঞ শব্দের ব্যুৎপত্তি :


শব্দটির অর্থ হট্টগোল, হইচই, লণ্ডভণ্ড ভারতীয় পুরাণের একটি ঘটনা বাক্যভঙ্গিটির উৎস দক্ষ হলেন ব্রহ্মার পুত্র দক্ষের কনিষ্ঠ কন্যা সতীর সঙ্গে শিবের বিয়ে হয় একদিন এক ঋষির যজ্ঞে শিব তাঁর শ্বশুরকে অভিবাদন না করায় দক্ষ অত্যন্ত রুষ্ট হয়ে শিবকে অপমানিত করার জন্য নিজেই এক বিশাল যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে শিব ছাড়া সব দেবতাকে আমন্ত্রণ করা হয় দক্ষকন্যা সতী বিনা আমন্ত্রণে যজ্ঞে উপস্থিত হন সতীকে দেখে পিতা দক্ষ তাঁর স্বামী শিবের নিন্দা শুরু করেন স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন সংবাদ পেয়ে শিব চরম ক্রুদ্ধ হয়ে সাঙ্গোপাঙ্গসহ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন এবং যজ্ঞক্ষেত্রের সবকিছু মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দেন

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন