এ এই / ড. মোহাম্মদ আমীন
এ/এই ‘এ/এই’ ও ‘দু/দুই’ প্রত্যেক জোড়া নির্দেশাত্মক সর্বনাম। বাক্যে এর যে কোনটি ব্যবহার করা যায়। তবে গুরুত্ব বা নির্দিষ্টতা বোঝানো প্রয়োজন হলে আবশ্যিকভাবে ‘এই/দুই’ লিখতে হবে। এক্ষেত্রে এ/দু লিখলে কাঙ্ক্ষিত অর্থ- দ্যোতনার প্রকাশ করা যাবে না; বরং অর্থ প্রকাশে জটিলতা দেখে দিতে পারে। যেমন: ‘এই আমার দেশ’ কিংবা ‘এ আমার দেশ’ বাক্য দুটো একই অর্থ প্রকাশ করে। কিন্তু যদি বলা হয়- ‘বাংলাদেশে চুরি করলে জেল-জরিমানা কিন্তু সৌদি আরবে হাত-কাটা; দুই দেশ দুই আইন।’ এ বাক্যের ‘দুই’ শব্দের ‘হ্রস্ব-ই’ সৌদি আরবে হাত-কাটার মত কর্তন করে দিলে দেশ ও আইনের উপর যে গুরুত্ব দেওয়া প্রয়োজন তা লঙ্ঘিত হয়। অতএব, এ/এই কিংবা দু/দুই ব্যবহারে সতর্কতা বাঞ্চনীয়।