বুদ্ধিমান ও চালাক / ড. মোহাম্মদ আমীন
বুদ্ধিমান ও চালাক যিনি চিন্তা-চেতনা বা কুশলী কর্মকাণ্ড দিয়ে ভবিষ্যতের কোনো বিপদ বা অনাকাঙ্ক্ষিত কিছু প্রতিহত করার অথবা প্রতিরোধ করার সামর্থ রাখেন এবং তৎসঙ্গে নিজেকে সচেতনভাবে ভবিষ্য-বিপর্যয় হতে দূরে রাখার মতো কাজ করতে পারেন এবং করে যান তিনি বুদ্ধিমান। অন্যদিকে যিনি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির মুখোমুখি হলে তা মোকাবেলা করতে পারেন, তা হতেে উত্তরণের চাল দিতে পারেন তিনি চালাক। ‘বুদ্ধিমত্তা’ স্বভাবজাত ও সার্বক্ষণিক অনুশীলন। ‘চালাকি’ সাধারণত তাৎক্ষণিক বিষয়। যিনি বুদ্ধিমান তিনি চালাক হতে পারেন। আবার না-ও হতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় : রোগ হওয়ার পূর্বে রোগ না হওয়ার জন্য যিনি সাধারণভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সেভাবে নিজেকে পরিচালনা করেন তিনি বুদ্ধিমান। অন্যদিকে রোগ হওয়ার পর তা হতে দ্রুত ও সহজে মুক্ত হওয়ার কাজ চালাকের।