নার্সিসাস থেকে নার্গিস ফুল / শুবাচ
নার্সিসাস (Narcissus) বা নার্সিসিসি ডেফোডিল জাতীয় ফুল। বং বাংলায় এটি 'নার্গিস' ফুল নামে পরিচিত। গ্রিক পুরাণ (Myth) অনুসারে নার্সিসাস নামের একজন অপূর্ব সুন্দর যুবকের দেহ থেকে এই ফুলের জন্ম। এই যুবকের কাহিনির সাথে মিলে যাওয়া আচরণের নাম নার্সিজম বা নার্সিসিজম (Narcism or Narcissism) বাংলায় আত্মরতি, আত্মপ্রেম অথবা স্বপ্রেম। পল নাচ (Paul Nache) ১৮৯৯ খ্রিষ্টাব্দে তার sexual perversions নামক গবেষণায় নার্সিজম শব্দটি প্রথম ব্যবহার করেন । নার্সিসাসের পিতা নদীর দেবতা সিফিসাস (Cephissus) এবং মাতা লিরিউপি (Liriope) একজন পরী। নার্সিসাসের জন্মের পর তার মা তাকে নিয়ে গেলেন এক অন্ধ ভবিষ্য-বক্তার কাছে। উদ্দেশ্য ছেলের আয়ু জানা। ভবিষ্য-বক্তার নাম ছিল টাইরেসিয়াস (Tirasias)। টাইরেসিয়াসের জন্ম থেকে অন্ধ ছিলেন না তিনি ভবিষ্য-বক্তাও ছিলেন না। পুরুষ হয়েও একবার তিনি টানা সাত বছর নিজেকে নারীতে রূপান্তর করে রেখেছিলেন। এই সময় তিনি নারীদের সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। এর একটি হলো মিলনে নারীরা পুরুষদের থেকে বেশি পুলকিত হয়। যখন তিনি এই আবিষ্কারের কথা দেবরাজ জিউস ও তার স্ত্রী হের...