পাখি সব করে রব / শুবাচ

পাখি-সব করে রব 

মদনমোহন তর্কালঙ্কারের

পাখী-সব করে রব, রাতি পোহাইল।
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।
রাখাল গরুর পাল, ল'য়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।

ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি, লোহিত বরণ।
আলোক পাইয়া লোক, পুলকিত মন।।

শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ।
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।

[ কাননে কুসুমকলি, সকলি ফুটিল শব্দের অর্থ : এ মাত্র বাগানে ফুলের কলি ফুটল।]

Comments

  1. পাখী-সব করে রব, রাতি পোহাইল।
    এর অর্থ টা বলবেন

    ReplyDelete
    Replies
    1. "রব" বলতে শব্দ / কোলাহল/গোলমাল বুঝিয়েছে,,,,,,ভোরে পাখির ঘুম ভেঙে ওরা যে কিচিরমিচির করে ওটাকেই "রব" বলে,,,

      Delete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন