পাখি সব করে রব / শুবাচ
পাখি-সব করে রব
মদনমোহন তর্কালঙ্কারের
কাননে কুসুমকলি, সকলি ফুটিল।।
রাখাল গরুর পাল, ল'য়ে যায় মাঠে।
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।।
ফুটিল মালতী ফুল, সৌরভ ছুটিল।
পরিমল লোভে অলি, আসিয়া জুটিল।।
গগনে উঠিল রবি, লোহিত বরণ।
আলোক পাইয়া লোক, পুলকিত মন।।
শীতল বাতাস বয়, জুড়ায় শরীর।
পাতায় পাতায় পড়ে, নিশির শিশির।।
উঠ শিশু মুখ ধোও, পর নিজ বেশ।
আপন পাঠেতে মন, করহ নিবেশ।।
[ কাননে কুসুমকলি, সকলি ফুটিল শব্দের অর্থ : এ মাত্র বাগানে ফুলের কলি ফুটল।]
পাখী-সব করে রব, রাতি পোহাইল।
ReplyDeleteএর অর্থ টা বলবেন
"রব" বলতে শব্দ / কোলাহল/গোলমাল বুঝিয়েছে,,,,,,ভোরে পাখির ঘুম ভেঙে ওরা যে কিচিরমিচির করে ওটাকেই "রব" বলে,,,
Delete