বিদেশিদের লেখা প্রথম বাংলা ব্যাকরণ / ড. মোহাম্মদ আমীন- শুদ্ধ বানান চর্চা (শুবাচ)

    বিদেশিদের লেখা প্রথম বাংলা ব্যাকরণ

ভারতীয় বর্ণসমূহের মধ্যে ১৫৭৭ খ্রিস্টাব্দে তামিল বর্ণমালা প্রথাম ছাপার অক্ষর পায়। মালাবার অঞ্চলের কোচিন নগরে যোয়ান্নেস গোন্‌সালভেস্‌ (Joannes Gonsalves) নামের যেসুইট সম্প্রদায়ের একজন পাদ্রী ছাপার জন্য প্রথম তামিল অক্ষর তৈরি করেন। এর দুই বছর পর ১৭৭৮ খ্রিস্টাব্দে নাথানিয়ে ব্রাসি হ্যালহেড (Nathaniel Brassey Halhed) হুগলী থেকে Grammar of the Bengal Language বা বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশ করেন। ঐ ব্যাকরণ প্রথম বাংলা ভাষায় ছাপা হয়। অক্ষরগুলো সীসায় ঢালার জন্য ছেনি তৈরি করেন স্যার চার্লস উইলকিন্স (Sir Charles Wilkins)। এ জন্য তাঁকে বাংলা ছাপাখানার স্রষ্টা বলা যায়। 
স্যার চার্লস উইলকিন্স প্রথম ইউরোপীয় সংস্কৃতবিদগেণের অন্যতম। তিনি স্যার উইলিয়াম জোন্‌সের সাথে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। স্যার চার্লস উইলকিন্স অক্ষর কাটার প্রণালী পঞ্চানন কর্মকার নামের একজন বাঙালিকে শিখিয়ে দিয়েছিলেন। এ পঞ্চানন কর্মকার শ্রীরামপুর মিশনের পাদ্রী কেরি কর্তৃক নিযুক্ত হন। তাঁর দ্বারা বাংলাদেশে বাংলা হরফ-কাটা শিল্পের স্থাপন ও প্রচার হয়।
সূত্র: Linguistic Survey of India, Vol IV. p.301]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন