শুবাচ: ভাষার জন্য ভালবাসা / শহিদুল হক

শুবাচ: ভাষার ভালবাসা

শহিদুল হক

উৎসর্গঃ শুবাচের প্রতিটি বন্ধুর জন্য।

শুদ্ধ বানান চর্চা করে
ভাষার করি চাষ
এই তো মোদের ভাষার মেলা
ফাগুন বার মাস।

প্রাণে প্রাণে প্রাণের ছোঁয়ায়
হরষে দোলে মন
হেথায় মোরা বন্ধু হয়ে
কাটাই সারাক্ষণ।

বর্ণমালার পাতা মেলে
মুগ্ধ হয়ে পড়ি
শুদ্ধ ভাষা চর্চা করে
আলোর জগৎ গড়ি।

কেউ যদি ভাই আঘাত হানে
ভাষার বুকে আজি
শক্ত হাতে লড়তে মোরা
সবাই আছি রাজি।

শুবাচ নিয়ে থাকব মোরা
সবার মনের আশা
হৃদয় মাঝে থাকবে শুধু
ভাষার ভালবাসা।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ