শুবাচের শব্দ যমক পঞ্চবলি / ড. মোহাম্মদ আমীন




পঞ্চবলি

“বুড়ো বলীর বলি দেখে বলি
জীবনটা বলি ছেড়া, সময়ের বলি।”

কবিতার লাইনদ্বয়ে একটি ‘বলী’ ও চারটি ‘বলি’ আছে।
এবার দেখুন এদের অর্থ-
প্রথম বলী শব্দের অর্থ: বলবান বা শক্তিশালী;
দ্বিতীয় বলি শব্দের অর্থ: চামড়াল কুঞ্চন রেখা;
তৃতীয় বলি শব্দের অর্থ; বলা, উচ্চারণ করা;
চতুর্থ বলি শব্দের অর্থ: কানের মাকড়ি বা অলঙ্কার এবং
পঞ্চম বলি শব্দের অর্থ: যজ্ঞাদিতে নিবেদনযোগ্য বস্তু বা হত্যাযোগ্য জন্তু।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন