শুবাচ / শহিদুল হক
শুবাচ/ শহিদুল হক
থাকলে টাকা পদ-পদবি
জীবন হবে শুদ্ধ
তখন কেন শুবাচ করা
অহেতুক এই যুদ্ধ।
উঁচু-নীচু ধনী-গরীব
প্রভেদ যাদের বাসা
তাদের কাছে তুচ্ছ সবই
তুচ্ছ মায়ের ভাষা।
প্রভেদ যাদের বাসা
তাদের কাছে তুচ্ছ সবই
তুচ্ছ মায়ের ভাষা।
রক্ত দিয়ে এ দেশ কেনা
কারা দিলেন রক্ত
কেউ দেখে না ভেবে সেটা
টাকার যারা ভক্ত।
এমন সময় আমীন স্যারে
ভাষার চাষে মত্ত
তবে তাতে জুড়ে দিলেন
নানা রকম শর্ত।
বলছি তবু, শর্ত মেনেই
ভাষার কাছে থাকব
ভাষার বুকে ভক্তি দিয়ে
জীবন ছবি আঁকব।
Comments
Post a Comment