প্রেমিক যখন রসিক হবে / শহিদুল হক - শুবাচ

প্রেমিক যখন রসিক হবে


শব্দ শেষে ইক প্রত্যয়ে
অঙ্গ হলে আঙ্গিক
তেমনতর বানান লেখায়
শব্দ হবে শাব্দিক।

অর্থ যখন আর্থিক হবে
তত্ত্ব হবে তাত্ত্বিক
ধর্ম থেকে ধার্মিক হলে
তথ্যগলো তাথ্যিক।

পাল্টিয়ে যায় প্রথম বর্ণ
অ হয়ে যায় আ-কার
ই-কার থেকে এ-কারেতে
পাল্টিয়ে হয় ঐ-কার।

ইচ্ছা তখন ঐচ্ছিক হবে
দিন থেকে হয় দৈনিক
চীনকে তখন চিনতে হলে
করতে পার চৈনিক।

দেহ যখন দৈহিক হবে
বেদকে কর বৈদিক
হেমন্তটা হৈমন্তিকে
রেখাগুলো রৈখিক।

তেমন করে উ-কার ও-কার
ঔ-কারকে ডাকবে
ঊ-কারকে প্রথম দলে
আগের মতই থাকবে।

উদর তখন ঔদরিকে
কুল’টা হবে কৌলিক
পুরাণ থেকে পৌরাণিকে
কোণটা হবে কৌণিক।

ভূতের গল্প ভৌতিক হলে
মূলটা হবে মৌলিক
যোগকে তখন যৌগিক করে
লোককে কর লৌকিক।

ব্যতিক্রমের কথাগুলো
বলতে পার -ইককে
প্রেমিক যখন রসিক হবে
থাকবে না এই শিক্ষে।

মন্তব্য: শব্দ শেষে –ইক (সংস্কৃত ষ্ণিক) প্রত্যয় যুক্ত হলে বানানে পরিবর্তন আসে।
যেমন:
১) শব্দের প্রথমে ‘অ-কার’ থাকলে তা পরিবর্তিত হয়ে ‘আ-কার’ হবে। যেমন: অঙ্গ> আঙ্গিক, শব্দ> শাব্দিক, অর্থ> আর্থিক, তত্ত্ব> তাত্ত্বিক।

২)শব্দের প্রথমে ‘ই-কার’ এবং ‘এ-কার’ থাকলে পরিবর্তিত হয়ে ‘ঐ-কার’ হবে। যেমন: ইচ্ছা> ঐচ্ছিক, দিন> দৈনিক, চীন> চৈনিক, দেহ> দৈহিক, বেদ> বৈদিক, হেমন্ত> হৈমন্তিক, রেখা> রৈখিক।

৩)শব্দের শেষে ‘উ-কার’ ‘ঊ-কার’ এবং ‘ও-কার’ থাকলে পরবর্তিত হয়ে ‘ঔ-কার’ হবে। যেমন: উদর> ঔদরিক, কুল> কৌলিক, পুরাণ> পৌরাণিক, কোণ> কৌণিক, মূল> মৌলিক, ভূত> ভৌতিক, লোক> লৌকিক।

৪) তবে শব্দের শেষে ইক উচ্চারিত হলে হ্রস্ব ই-কার এবং ক দিতে হবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ