প্রতি, কাছে রাখুন অতি / ড. মোহাম্মদ আমীন -শুবাচ

           প্রতি, কাছে রাখুন অতি

‘প্রতি’ শব্দে যদি ব্যাপ্তি বোঝায়, তা
হলে এর পূর্ববর্তী বা পরবর্তী শব্দ পৃথক বসবে না। যেমন:
প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিবছর, প্রতিবার, প্রতিমাস, প্রতিমুহূর্ত
ছাত্রপ্রতি, জনপ্রতি, লেখাপ্রতি, বছরপ্রতি, বিঘাপ্রতি,
দ্রব্যপ্রতি, বইপ্রতি ইত্যাদি।

‘প্রতি’ শব্দের অর্থ /উদ্দেশ্য বা লক্ষ/ বোঝালে পূর্ববর্তী শব্দ পৃথক বসবে। যেমন:
দেশের প্রতি ভালোবাসা, গরিবের প্রতি দয়া,
ভাষার প্রতি প্রেম ইত্যাদি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন