ধ্বনি ও অক্ষর / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

ধ্বনি ও অক্ষর

সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফকে (Letter) বোঝালেও প্রকৃতপক্ষে ভাষাবিজ্ঞানে
অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ । আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিত রূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক । ইংরেজিতে যাকে Syllable বলা হয় বাংলায় তা-ই অক্ষর । ইংরেজি 'Incident' --এ তিনটি Syllable আছে যেমন 'In - ci - dent ' কিন্তু আলাদাভাবে 'I-n-c-i-d-e-n-t' হচ্ছে বর্ণ । বাংলায় 'বন্ধন' শব্দে ‘বন + ধন’ এ দুটো অক্ষর। কিন্তু 'ব-ন-ধ-ন’ চিহ্ন-চতুষ্টয় অক্ষর নয়; বর্ণ ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন