আগামী ও গত; কাল ও ক্ষণ / ড. মোহাম্মদ আমীন

আগামী ও গত

‘আগামী’ ও ‘গত’ শব্দের পরের শব্দ সর্বদা পৃথক বসবে। যেমন:
আগামী কাল, আগামী দিন, আগামী পরশু, আগামী বছর, আগামী বার, আগামী মাস,
গত কাল, গত দিন, গত বছর, গত বার,
গত মরশুম, গত রাত, গত মাস,
গত জীবন ইত্যাদি।

কাল/ক্ষণ

‘কাল’ ও ‘ক্ষণ’ শব্দের পূর্ববর্তী বিশেষণ পৃথক বসে না,একত্রে বসে।
যথা: (একাল, এক্ষণ), (এতকাল, এতক্ষণ), (কতকাল, কতক্ষণ),
(ততকাল, যতক্ষণ), (বহুকাল, বহুক্ষণ), (কিছুকাল, কিছুক্ষণ) ইত্যাদি।
‘এত, তত, অনেক, কয়েক, যত, বহু, কত, কিছু’ ইত্যাদির পরে ‘কাল এবং ক্ষণ’ ছাড়া অন্য শব্দ যুক্ত হলে তা পৃথক বসবে।
যথা: এত দিন, কত দিন, তত দিন, কত বছর, বহু দিন, অনেক সময়, এত লোক, কত টাকা, কিছু দিন ইত্যাদি।
এ প্রসঙ্গে শাহিদুল হকের ছড়াটি বেশ মজার


আগামী আর গত কাল
আগামী আর গত কালে কাল যে থাকে দূরে বানান দুটো রাখতে মনে যাচ্ছে মাথা ঘুরে।
সমাস বল সন্ধি বল কাছে টানে তারা শব্দ দেখে প্রেমের নেশায় হয় যে আত্মহারা।
তাই বলে কি সবাই থাকে সবার মনের কাছে? থাকতে দূরে ভালবাসে এমন শব্দও আছে। এদের মধে আগামীটা গত কালের মতই প্রেমের আশায় জোট বাঁধে না চেষ্টা কর যতই।
আগামী আর গত মিলে কালের সাথে রয় না কেন তারা বিভেদ করে কথা কেউ কয় না।
আগামী কাল এক সাথে না গত কালটাও যাচ্ছে তারা দুজন দূরে থেকেই সমান কদর পাচ্ছে
 

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন