পণ্ডিতি বাংলা: কেলিকুঞ্চিকার সাথে দ্বারিকালয় / ড. মোাহাম্মদ আমীন - শুবাচ

পণ্ডিতি বাংলা: কেলিকুঞ্চিকার সাথে দ্বারিকালয়


প্রধান শিক্ষক: পণ্ডিত মশায়, গতকাল স্কুলে আসেননি কেন?
পণ্ডিত: কেলিকুঞ্চিকাকে নিয়ে দ্বারিকালয় গিয়েছিলাম।
প্রধান শিক্ষক: কোথায় গিয়েছিলেন?
পণ্ডিত: এ প্রশ্ন আমি করলে আপনি বলতেন- শালিকাকে নিয়ে শ্বশুরালয় গিয়েছিলাম।
প্রধান শিক্ষক: আপনি এত কঠিন করে বললেন কেন? অবোধ্য ভাষায় কথা বলা ঠিক নয়।
পণ্ডিত মশায়: শালিকা আর কেলিকুঞ্চিকা এক অর্থ বহন করে না। স্ত্রীর সহোদর ছোটবোন কেলিকুঞ্চিকা। শালিকা বললে স্ত্রীর সহোদর বোনসহ চাচাত-মামাত-ফুপাত এমনকি পাড়াত বোনদেরও বুঝানো হয়। আমি আপনার সাথে তো যেমন তেমন কথা বলতে পারি না।
প্রধান শিক্ষক: দ্বারিকালয় অর্থ কী?
পণ্ডিত মশায়: গণ্ডমূর্খদের ভাষায় শ্বশুরালয়।
প্রধান শিক্ষক: কী? আমি গণ্ডমূর্খ!
পণ্ডিত মশায়: রাগেন কেন? শ্বশুরালয় মানে শ্বশুরের আলয়। সেখানে অন্য কেউ নাও থাকতে পারেন। কিন্তু দ্বারিকালয় এমন একটি আলয় যেখানে শ্বশুর-শ্বাশুড়ি তাদের সন্তান-সন্ততি ও অন্যান্য পরিবার-পরিজন নিয়ে থাকেন।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন