বাংলা বানানে ‘ঢ়’-এর ব্যবহার / ড. মোহাম্মদ আমীন- শুবাচ
বাংলা বানানে ‘ঢ়’-এর ব্যবহার
শব্দগুলো জেনে নিলে সমস্যা হওয়ার কথা নয়। নিম্নবর্ণিত শব্দগুলোউদাহরণস্বরূপ উল্লেখ করা হল:
অনূঢ়, অনুঢ়া, অব্যূঢ়, আরূঢ়, আষাঢ়, ঊঢ়,
গাঢ়, গঢ়, দৃঢ়, নবোঢ়া, নিগূঢ়, প্রগাঢ়,
পৌঢ়, বিমূঢ়, ব্যূঢ়, মাঢ়ী, মূঢ়, রাঢ়,
রূঢ়, দৃঢ় ইত্যাদি।
Comments
Post a Comment