বিনা ও ব্যাপী / ড. মোহাম্মদ আমীন- শুবাচ

‘বিনা’ পৃথক বসে:

‘বিনা’ শব্দটি পরবর্তী সম্পর্কিত শব্দ হতে পৃথক বসবে। যেমন:
বিনা যুদ্ধে, বিনা কষ্টে, বিনা ব্যয়ে
বিনা পরিশ্রমে ইত্যাদি।

ব্যাপী:

‘ব্যাপী’ শব্দ বিশেষণ হলেও সমাসবদ্ধ পদ হিসেবে এর ব্যবহার। সমাসবদ্ধ পদ সর্বদা সংশ্লিষ্ট শব্দের সাথে সেঁটে বসে।
তাই ‘ব্যাপী’ শব্দ সম্পর্কিত পদের সাথে সেঁটে বসে। যেমন:
জীবনব্যাপী, দিনব্যাপী, পৃথিবীব্যাপী, যুগযুগব্যাপী,
শতাব্দব্যাপী, বছরব্যাপী ইত্যাদি।
সারা দেশব্যাপী:
নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপরের বাক্যে ‘সারা দেশব্যাপী’ বাগ্‌ভঙ্গিটির ব্যবহার দ্বৈত ভুলে দুষ্ট।
‘দেশব্যাপী’ শব্দের অর্থ সারা দেশ। সুতরাং দেশব্যাপী’ শব্দের পূর্বে অযথা পুনরায় ‘সারা’ লেখা বিধেয় নয়।লিখুন: নির্বাচন উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন