কারণে কারণ খাইছে / জাহেরা বেলি- শুবাচ

কারণে কারণ খাইছে

এক দেশে এক রাজা ছিল আর তার ছিল এক ছাগল ছানা। রাজা তাকে খুব ভালোবাসত। এক মুহূর্তও চোখের আড়াল করতে চাইত না। রাজ দরবার থেকে অন্দর মহল সবসময় তার পাশেই থাকত ছাগল ছানাটি। রাজকীয় খাবার খেয়ে অল্পদিনেই বেশ নাদুস নুদুস হয়ে গেল ছাগলটি। উজির নাজিরের লোলুপ দৃষ্টি পড়ল ছাগলটির উপর। শুরু হলো ষড়যন্ত্র। একদিন
তারা সুযোগ বুঝে ছাগল চুরি করে নিয়ে গেল শাহী খানসামার কাছে। দাবি রান্না করে দিতে হবে। উজির নাজির বলে কথা। রাজি হলো সে। রান্না ঘরে ছাগলকে বেঁধে কাজ করছিল। ছাগলের পাশেই ছিল রান্নার মসলাপাতি। ছাগলকে জবাই করার জন্য যখন খানসামা দা আনতে গেল, দেখে ছাগল সব মসল্লা খেয়ে ফেলেছে। টাকা চাই। মসল্লা কিনতে হবে।নইলে ছাগল রান্না করা যাবে না। টাকা তো তার কাছে নেই, উজির-নাজিরের কাছে। টাকার জন্য খানাসা উজির নাজিরের খোঁজে রাজ দরবারে  সভাকক্ষে পৌঁছে। 

এদিকে রাজা মশাই তার ছাগল না পেয়ে পাগল প্রায়। নির্দেশ ছাগল দরবারে না আসা পর্যন্ত সবাই কান ধরে দাঁড়িয়ে থাকবে। খানসামা দরবারে এসে দেখে রাজা ঝিমোচ্ছেন এবং উজির-নাজির দুজনে কান ধরে দাঁড়িয়ে আছেন। খানসামা  উজির নাজিরের কাছে গিয়ে ফিসফিস করে বলে, 
কারণে(ছাগল) কারণ(মসল্লা) খাইছে
কারণ(ছাগল) খাইবা কি দিয়া ?

তখন উজির নাজির উত্তরে বলে,

সেই কারণে(ছাগলের জন্য) এই কারণ(শাস্তি)
কারণ(ছাগল) ছাইড়া দে গিয়া।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন