সংশয়াবৃত শব্দ, পড়েই করুন জব্দ / ড. মোহাম্মদ আমীন

সংশয়াবৃত শব্দ, পড়েই করুন জব্দ

সমোচ্চারিত শব্দে ‘ঋ-কার ও র-ফলা ঈ ধ্বনি-জনতি’ অর্থ-ভিন্নতা বানানে প্রায়শ জটিলতার সৃষ্টি করে। নিচের শব্দ-দম্পতিগুলো দেখুন। শব্দ-দম্পতিদের বানান ও অর্থে পার্থক্য থাকলেও উচ্চারণ অভিন্ন। ঠিক স্বামী-স্ত্রীর ঝগড়ার মত। তারা যতই ঝগড়া করুক, অন্যের বেলায় কথা বলে অভিন্নসুরে। তাই প্রকৃত অবস্থা জানতে একটু কষ্ট হতেই পারে। মন দিয়ে চোখ বুলিয়ে নিন। সংশয় থাকবে না।
অকৃত: যা করা হয়নি।
অক্রীত: যা ক্রয় করা হয়নি।

কৃত: যা করা হয়েছে।
ক্রীত: যা ক্রয় করা হয়েছে।

বিকৃত: বিকারপ্রাপ্ত, আংশিক নষ্ট, শ্রীভ্রষ্ট
বিক্রীত: যা বিক্রি করা হয়েছে।

অভিনেতৃবর্গ: অভিনেতাগণ
অভিনেত্রীবর্গ: স্ত্রী অভিনেতাগণ

নেতৃবর্গ: নেতাগণ
নেত্রীবর্গ: মাহিলা নেতাগণ

মাতৃক: মা-বিষয়ক
মাত্রিক: মাত্রাযুক্ত

কর্তৃ: যিনি কর্ম সম্পাদন করেন
কর্ত্রী: কর্ম সম্পাদনকারিণী।

ধাতৃ: বিধাতা
ধাত্রী: ধাই

সবিতৃ: সূর্য
সবিত্রী: পৃথিবী

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন