শুুবাচ এডমিন: আপনার বাড়ছে দায় / সৈয়দ ইবনে রহমত - শুবাচ


ভালো কিছুর প্রতি মানুষের আগ্রহ যে চিরন্তন, এই গ্রুপের সদস্য সংখ্যা দ্রুত বাড়তে দেখে তা মানতেই হচ্ছে। গ্রুপ অ্যাডমিনের এক মন্তব্য থেকে জেনেছি, শুদ্ধ বানান চর্চার এই ডিজিটাল স্কুল হয়েছে গত অক্টোবর মাসের ৩ তারিখ। এখনও দুই মাস হয় নি। অথচ শিক্ষার্থীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে! এখানে একজন ছাত্র হতে পেরে এখন দারুণ লাগছে।

আমার দারুণ লাগছে; কিন্তু জনাব অ্যাডমিন, আপনার বাড়ছে দায়!

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন