বাংলা ভাষায় ভূতের আছর! / বিধুভূষণ ভট্টাচার্য - শুবাচ

বাংলা ভাষায় ভূতের আছর!


কে বলেছে ভূত বলে কিছু নেই! দেখুন আপনার আমার চার দিকে কত ভূত!
১. ছাপাখানার ভূত
২. ভূতের বেগার
৩. বাটের কিল ভূতে কিলায়
৪. কিলিয়ে ভূত ছাড়ানো
৫. ভূতের বাপের শ্রাদ্ধ
৬. ভূতের মুখে রাম নাম
৭. ঘাড়ে ভূত চাপা
৮. দশ চক্রে ভগবান ভূত
৯. পঞ্চভূতে লুটে খাওয়া
১০. সরিষায় ভূত
১১. ভূতের কাঁথা
১২. ভূতপালৈ
১৩. ভুতুড়ে বিল
১৪. ভুতুড়ে ফোন কল
১৫. ভূতের বাতি
১৬. বিয়ের ভূত মাথায় ওঠা
১৭. বিয়ের টাকা ভূতে যোগায়
১৮. ভূত ঝাড়া
১৯. যুক্তি দিয়ে ভূতের ভয় তাড়ানো যায় না।
২০. ভূত দেখা

বি.দ্র. ঢাকার ভূতের গলির কথা আর বললাম না সঙ্গত কারণেই!! (নামে একটা হলেও কার্যত বাহান্ন বাজার তিপ্পান্ন গলির সবগুলিই তো ওদের।)

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

হিসাব আর হিসেবে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ