বাংলা ভাষায় ব্যবহৃত প্রথম সাহিত্য প্রবাদ / ড. মোহাম্মদ আমীন- শুবাচ

বাংলা ভাষায় ব্যবহৃত প্রথম সাহিত্য প্রবাদ:


‘বৌদ্ধগান ও দোহা’র মধ্যে ব্যবহৃত প্রবাদগুলোই বাংলা ভাষার প্রথম সাহিত্য প্রবাদ।
এরূপ কয়েকটি প্রবাদ নিচে দেয়া হল:
১. হাথেরে কাঙ্কাণ মা লোউ দাপণ। (৩২ নম্বর পদ)
অর্থ: হাতের কঙ্কণ আছে কি নেই তা দেখানোর জন্য দর্পণের দিকে না তাকানো।

২. আপণা মাংসেঁ হরিণা বৈরী। (৬ নম্বর পদ)
অর্থ: হরিণ তার নিজের মাংসের জন্যই নিজের শত্রুস্বরূপ।

৩. হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী। (৩৩ নং পদ)
অর্থ: হাঁড়িতে ভাত নেই অথচ নিত্য অতিথি আসে।

৪. দুহিল দুধু কি বেণ্টে যামায়।
অর্থ: দোয়ানো দুধ কি বাঁটে প্রবেশ করে।

৫. সরস ভণস্তি বর সুণ গোহালী কিমো দুঠ্য বলন্দেঁ। (৩৯ নম্বর পদ)
অর্থ: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

[উৎস: সুদেষ্ণা বসাক সম্পাদিত ‘বাংলার প্রবাদ’, কলকাতা, ২০০৮]

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন