সরকারের কাছে শুবাচের প্রস্তাব

সরকারের কাছে শুবাচের প্রস্তাব

জনসংখ্যা বিবেচনায় বাংলা পৃথিবীর চতুর্থ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ-মুগ্ধতায় অন্যতম শ্রেষ্ঠ ভাষা। আত্মত্যাগের ইতিহাস পর্যালোচনায়, বাংলা বিশ্বে অতুলনীয় মর্যাদায় অভিষিক্ত নিপুণ গৌরবের অধিকারী একটি অনবদ্য ইতিহাস। যার প্রমাণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মহান একুশের বিরল স্বীকৃতি। পৃথিবীতে এমন ধ্বনি খুব কমই আছে যা বাংলায় উচ্চারণ করা যায় না। এ ভাষায় রচিত কাব্যগীতির সুর-ছন্দ ও প্রায়োগিক দ্যোতনা সামগ্রিক পরিপূর্ণতা ও অনিন্দ্য মাধুর্যের নির্ঝর অনুভূতি। 
প্রাচীনত্ব, সৃষ্টিশীলতা, সমৃদ্ধ সাহিত্যকর্ম, শব্দভাণ্ডার ও প্রকাশ-গম্যতা বিবেচনা করলেও বাংলা নিঃসন্দেহে অতুলনীয়। এ ভাষার সার্বিক মান ও সৌন্দর্য রক্ষায় পরিপূর্ণ পরিচর্যা আবশ্যক। বর্তমানে বাংলা বানানে বাংলাভাষী জনগণের ভুল ও যথেচ্ছাচার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে। বাংলা বানানে ভুল, শব্দ চয়নে স্বেচ্ছচারিতা, প্রমিত বানান রীতি অনুসরণে অবহেলা ও অজ্ঞতা বাংলা ভাষার মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। পৃথিবীর আর কোথাও মাতৃভাষার প্রতি এমন আচরণ লক্ষ্য করা যায় না। বাংলার সুমহান মর্যাদা অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলা বানানে ভুল ও স্বেচ্ছাচার দূর করা আবশ্যক। এ অবস্থায় শুদ্ধ বানান চর্চা গ্রপের পক্ষ হতে নিম্নবর্ণিত প্রস্তাবসমূহ বাস্তবায়নের অনুরোধ করছি।

১.প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাসমূহে বানান ভুলের জন্য নম্বর কর্তন চালু করা;

২.সাইনবোর্ড, পোস্টার, লিফলেট, বিজ্ঞাপন, স্টিকার ইত্যাদিসহ যে কোন প্রচার; তা যে কোন পর্যায়ে এবং যে কোন মাধ্যমে হোক না কেন, উপস্থাপিত লেখাসমূহে শুদ্ধ ও প্রমিত বানান নিশ্চিত করা;

৩.পত্র-পত্রিকায় বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের প্রমিত নিয়ম যাতে যথাযথভাবে অনুসরণ করা হয় তা তদারকি করার নিমিত্ত কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা;

৪.ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলায় যে কোন প্রকার যোগাযোগের ক্ষেত্রে প্রমিত বানান রীতি অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;

৫.সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে প্রমিত বাংলা বানান বিষয়টি বাধ্যতামূলক করা;

৬.বিভিন্ন প্রচার মাধ্যমে প্রমিত বানান রীতির প্রয়োজনীয়তা সম্পর্কে বিজ্ঞাপন ও শিক্ষামূলক কর্মসূচি প্রচার বাধ্যতামূলক করা; এবং

৭.শুদ্ধ বানান চর্চাকে সর্বস্তরে নিবিড়ভাবে বিস্তৃত করার লক্ষ্যে শুবাচ অলিম্পিয়াড বা উপযুক্ত প্রকল্প বা কর্মসূচি গ্রহণ।

বর্ণিত প্রস্তাব বাস্তবায়নে শুবাচের ২৭,০০০ সদস্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছেন। এমতাবস্থায় বর্ণিত প্রস্তাবগুলো কার্যকর করার ব্যবস্থা গ্রহণের সবিনয় অনুরোধ করছি।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন