এক বাবার এক ছেলে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

এক বাবার এক ছেলে

জাফর এক বাবার এক ছেলে।
বাক্যটি শুধু ভুল নয়, হাস্যকরও বটে।
ছেলে একজন হোক বা দশ জন হোক- এক বাবারই হয়।
এমন হাস্যকর বাক্য লেখা বা বলা উচিত নয়।
লিখুন: জাফর বাবার একমাত্র ছেলে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন