যৌগিক ক্রিয়া / নাঈমা শেলি - শুবাচ

      যৌগিক ক্রিয়া

যৌগিক ক্রিয়া -- একটি অসমাপিকা ক্রিয়া (উঠে) ও আরেকটি সমাপিকা ক্রিয়া (আস) মিলিত হয়ে যদি বিশেষ কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলে । যেমন - কথাটা শুনে রাখ । 'কথাটা শুন' হচ্ছে স্বাভাবিক প্রয়োগ কিন্তু 'কথাটা শুনে রাখ' বললে 'তাগিদ দেওয়া' অর্থে যৌগিক ক্রিয়া হয় । 'তিনি বললেন' কে যদি বলা হয় 'তিনি বলতে লাগলেন' নিরন্তরতা অর্থে তা হবে যৌগিক ক্রিয়া কিংবা 'এখন যাও' না বলে যদি বলা হয় 'এখন যেতে পার' তবে অনুমোদন অর্থে তা হবে যৌগিক ক্রিয়া ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন