শুদ্ধ বানান চর্চা’ আমার ভালো লাগা / জয়নাল আবেদীন টিটো -শুবাচ

'শুদ্ধ বানান চর্চা'য় বেশ কিছু জিনিষ আমার ভালো লাগে । এর একটি হল, পারস্পারিক শ্রদ্ধা এবং সম্মানবোধ । বিনয়ের সাথে পরস্পরকে সম্বোধন । শুদ্ধ বানান এবং বাক্য গঠনের জন্য তো বটেই, কথোপকথন, মন্তব্য করণ, জবাব দান--এগুলো দেখার জন্য আমি এই সাইট ভিসিট করি ।  
শেখার একটি জায়গা পেয়ে সেখানে স্থান নিয়েছি ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন