গোলাপ জলের পানি / ড. মোহাম্মদ আমীন- শুবাচ

গোলাপ জলের পানি

গোলাপ জলের পানি দিয়ে মা সেমাই রান্না করলেন।
উপরের বাক্যটিতে ‘গোলাপ জলের পানি’ বাক্যভঙ্গিতে ‘জল’ ও ‘পানি’ পদ্বদ্বয়ের
যে কোন একটি ব্যবহার করাই বিধেয়।
যেমন: গোলাপ-জল দিয়ে /গোলাপ-পানি দিয়ে মা সেমাই রান্না করলেন।
কোন পদ এক বার বললে যেখানে প্রয়োজন সারা হয় সেখানে অযথা দুই বার বলা বিধেয় নয়।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন