বাংলা ভাষায় কাকের অবদান / বিধুভূষণ ভট্টাচার্য - শুবাচ
বাংলা ভাষায় কাকের অবদান
কাকচক্ষু : স্বচ্ছ ও নির্মল (সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল- রবীন্দ্রনাথ ঠাকুর।)কাক-জ্যোৎস্না : রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না (প্রভাত ভাবিয়া কাক-জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখী গান গায়- কাজী নজরুল ইসলাম)
কাকতন্দ্রা, কাকনিদ্রা : অগভীর সতর্ক ঘুম, কপট ঘুম।
কাকতাড়ুয়া : পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত মানুষের প্রতিমূর্তি।
কাকতালীয় : কার্যকারণহীন দু'টো ঘটনা, হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোন ঘটনা।
কাকপক্ষ : কানপাটা, জুলফি (শুধু কারো মাথায় কাকপক্ষ অবশিষ্ট কারও মাথায় বা শুধু টিকি- প্রমথ চৌধুরী)
কাকপদ : উদ্ধার চিহ্ন, '' '' এই চিহ্ন। লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্যস্থান বুঝানোর চিহ্ন, ××× এই চিহ্ন। ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্ন, ^ চিহ্ন।
কাকপুচ্ছ : কাকের ন্যায় পুচ্ছবিশিষ্ট পক্ষী, কোকিল।
কাকপুষ্ট : কোকিল।
কাকফল : নিমফল
কাকবন্ধ্যা : যে নারী একবার মাত্র গর্ভধারন করে।
কাকবলি : কাকের আহারের উদ্দেশ্যে উৎসৃষ্ট অন্নাদি।
কাকভীরু : পেঁচা
কাক-ভোর : খুব প্রতঃকাল।
কাকশীর্ষ : বকফুলের গাছ।
কাকস্নান : কাকের ন্যায় স্বল্প পানি গায়ে ছিটিয়ে গোসল।
কাকের ঠ্যাং বকের ঠ্যাং : কুৎসিত হস্তাক্ষর(আমি এ বিদ্যায় এক্সপার্ট)
কাকোদর : সর্প
কাক-কোকিলের ভেদ : ভালোমন্দ ভেদজ্ঞান।
তীর্থের কাক : সাগ্রহ প্রতীক্ষাকারী, লোভী বা লোলুপ ব্যক্তি। (পোস্ট দিয়ে এডমিনের অনুমোদনের অপেক্ষায় তীর্থের কাক হয়ে বসে রইলাম, মনে দুর্বাসনা পোস্ট ছাড়া পেলে আড্ডা মেরে এখানে 'কাউয়ার বাজার' জমিয়ে ফেলব!
বিধুভূষণ
ভট্টাচার্য 17-01-2014 02.00 am)
Comments
Post a Comment