ব্যাকরণের হাত থেকে মরেও রেহাই নেই / বিধূভূষণ ভট্টাচার্য - শুবাচ

ব্যাকরণের হাত থেকে মরেও রেহাই নেই।

'মারা/মরে যাওয়া'
'মৃত্যুবরণ করা'
মৃত্যুমুখে পতিত হওয়া'
'দেহত্যাগ করা'
'দেহরক্ষা করা'
'প্রাণ ত্যাগ করা'
'মারা পড়া'
'পরলোকগমন করা'
'স্বর্গগামী হওয়া'
'ইহধাম ত্যাগ করা'
'ভবলীলা সাঙ্গ হওয়া'
'পঞ্চত্বপ্রাপ্ত হওয়া'
'পটল তোলা'
'অক্কা পাওয়া'
'হত হওয়া'
'নিহত হওয়া'
('মারা খাওয়া' -সুনামগঞ্জের লোক মরে না 'মারা খায়') --- এক মরার কত বৈয়াকরণিক রূপ!
কোন নিয়মে কোনটার মধ্যে যে আমাকে ফেলবে তা ‌ব্যাকরণই জানে! (দেহও ত্যাগ করা যায়, আবার প্রাণও ত্যাগ করা যায়!! দেহ ত্যাগ করে প্রাণ নিয়ে পালিয়ে যাবো, না কি প্রাণ ত্যাগ করে দেহ নিয়ে ঘুরে বেড়াব বুঝতে পারছি না!! -- নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষঃ!!!)

বি.দ্র. যে ক'টা ঝটপট মনে পড়েছে লিখেছি। আপনারা যে যেরকম 'মারা যাওয়া' জানেন লিখুন!

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন