‘না’ : হ্যাঁ বোঝালে কোলে, না বোঝালে টুলে / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

‘না’ : হ্যাঁ বোঝালে কোলে, না বোঝালে টুলে

‘না’ এমন একটি পদ যা হ্যাঁ-বাচক ও না-বাচক উভয় অর্থ প্রকাশ করে।

‘না’ পদটি বাক্যে নঞর্থ দ্যোতক হলে এটি অন্য পদ থেকে ফাঁক রেখে বসে। যেমন:
বসেন না ( Don't sit), কাজটা কর না (Don't do the work)
পড় না (Don't read), ভাত খেও না ( Don`t eat rice)
বাক্য চারটি নঞর্থক অর্থ দ্যোতক। এ জন্য ‘না’ পদটি যথাক্রমে /বসা, করা, পড়া ও খাওয়া/
ক্রিয়াপদ থেকে ফাঁক রেখে অবস্থান নিয়েছে।

‘না’ পদটি যখন হ্যাঁ-বাচক অর্থ প্রকাশ করে তখন এটি অন্য পদের সাথে সেঁটে বসে। যেমন:
বসেননা ( Please sit), কাজটা করনা (Please do the work)
পড়না (read), বাপ্‌, ভাতগুলো খাওনা ( Eat the rice my dear)
এখানে বাক্য চারটি হ্যাঁ-বাচক। তাই ‘না’ পদটি যথাক্রমে /বসা, করা, পড়া ও খাওয়া/
ক্রিয়াপদের সাথে সেঁটে বসেছে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন