শুবাচ ফোল্ডার / রাশিদুল হক - শুবাচ



শুবাচ ফোল্ডার

ছোট্ট বেলায় জমাতাম দেশ-বিদেশের ডাক টিকেট আর মুদ্রা আমার সংগ্রহশালায় - বলা ভালো, সংগ্রহ দেরাজে জমানো টিকেট এবং মুদ্রাগুলো দেখে পুলকিত হই এতদিন পরেও কম্পিউটারে একটা নতুন ফোল্ডার করেছি নাম দিয়েছিশুবাচ শুবাচের নির্বাচিত পোস্টগুলো ওখানে জমা রাখি ওটা আমার শুদ্ধবানান সংগ্রহফোল্ডার সংগ্রহ বাড়বে, সমৃদ্ধ হবে ভবিষ্যতে ওই ফোল্ডারটিও পুলকিত করবে আমাকে এবং আরো পরে; আমার অবর্তমানে আনন্দ দেবে আমারই কোনো আপনজনকে শুধু আনন্দ দেবে কেন, উপকারও করবে

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন