শিক্ষকতা ও ভিক্ষাবৃত্তি / Naeema Sehely- শুবাচ

     শিক্ষকতা ও ভিক্ষাবৃত্তি

'শুবাচ' বন্ধু Mon Shad H - এর শিক্ষকদের exam paper পরীক্ষণের ব্যাপারে তাঁর প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার একজন অধ্যক্ষ sir -র মন্তব্য শুবাচ বন্ধুদের সাথে share না করে পারছি না । কথাটা - Teacher আর Beggar নাকি পেশা পরিবর্তন করতে পারে না । কথাটা সত্য বলেই আমি অন্তত মানি । শিক্ষকতা এমন একটি পেশা যা শুধু করে যাওয়ার মাঝে সব হয়ে যায় না , যোগ করতে হয় আন্তরিকতা - যোগ করতে হয় ভালোবাসা , তবেই শিক্ষকতার পেশাটি সার্থকতার দিকে এগোয় আর শিক্ষক লাভ করেন এক আনন্দময় প্রশান্তি -যার তুলনা হয় না । কিন্তু আমাদের দুর্ভাগ্য খুব কম লোকই এ পেশাকে স্বেচ্ছায় গ্রহণ করে - উপায়ন্তর না দেখে শিক্ষকতা করছে এমন লোকের সংখ্যাও নাকি কম নয় । উপায় না পেলে নাকি ভিক্ষা করে মানুষ , আর উপায়হীন হয়ে শিক্ষকতা ! জানি না কথাটা কতোটা যুক্তিপূর্ণ । ভিক্ষাবৃত্তি যেমন ছাড়া যায় না , তেমনই বুঝি শিক্ষকতার মায়াও কাটানো যায় না ।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন