গ্যারান্টি ও ওয়ারেন্টি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

গ্যারান্টি ও ওয়ারেন্টি

‘গ্যারান্টি (Guarantee)’ শব্দের সর্বজনীন ও সহজবোধ্য প্রতিশব্দ বাংলায় আছে কি না জানা নেই। বাংলা একাডেমি ‘ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি’তে এর প্রতিশব্দ দেওয়া হয় নি। যা দেওয়া হয়েছে সেটি সংজ্ঞার্থ : ‘কারও বা কোন কিছুর জন্য লিখিত অঙ্গীকার প্রদান করা’; সংক্ষেপে : ‘জামিন হওয়া’। সাধারণভাবে বলা যায় গ্যারান্টি অর্থ : জামিন হওয়া। একই অভিধানে আইনের ক্ষেত্রে গ্যারান্টি শব্দের ভিন্ন অর্থ দেওয়া হয়েছে: ‘যে কোন লেনদেনে স্বীকৃতি শর্তাবলী পূরণের (সাধা, লিখিত বা মুদ্রিত) অঙ্গীকার’ বা ‘জামিন’।
গ্যারান্টি শব্দের মতো ‘ওয়ারেন্টি (Warranty)’ শব্দেরও যুতসই প্রতিশব্দ বাংলায় নেই। একই অভিধানে ‘ওয়ারেন্টি’ শব্দের অর্থ বলা হয়েছে: ‘সরবরাহকৃত ত্রুটিযুক্ত পণ্যসামগ্রী মেরামতের বা বদলে দেবার লিখিত কৃতত্ব।’ এটি সংজ্ঞার্থ, প্রতিশব্দ নয়। উপযুক্ত প্রতিশব্দের অভাবে প্রায়োগিক ক্ষেত্রে বাংলা ভাষায় ‘গ্যারান্টি’ ও ‘ওয়ারেন্টি’ শব্দ দুটোই ব্যবহৃত হয়। শব্দ দুটোর পার্থক্য অনেকে বুঝেন কিন্তু উপযুক্ত বাংলা প্রতিশব্দ অনেকের জানা নেই।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন