শুভ শুভ শুভ দিন / হোসাইন মাহমুদ জিকু - শুবাচ

শুভ শুভ শুভ দিন

হোসাইন মাহমুদ জিকু
আর মাত্র ১ ঘন্টা ৩১ মিনিট পর ঘড়িতে রাত ১২টা বাজবে। শুরু হবে শুবাচের অন্যতম প্রাণ-পুরুষ ড. মোহাম্মদ আম এর শুভ জন্মদিন।
আসলে প্রাপ্তি যেখানে প্রত্যাশার সীমা ছাড়িয়ে যায় সেখানে ভাল লাগাই স্বাভাবিক, এ ভালো লাগার প্রাণ,
ড. মোহাম্মদ আমীন
প্রাণ-কেন্দ্র আমাদের শুবাচ... এবং শুবাচের প্রাণ ড. মোহাম্মদ আমীন। যিনি অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন শুবাচ। বাংলা ও বাংলা ভাষার জন্য যার ভালোবাসা অফুরান। তার চেষ্টায় কয়েক মাসের মধ্যে শুবাচের সদস্য সংখ্যা অর্ধ লক্ষ ছুঁতে যাচ্ছে।
আসুন সবাই একসঙ্গে আমাদের এই প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই,
শুভ হোক আগামীর পথচলা..
শুভ হোক শুবাচের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় ব্যক্তিত্ব ড. মোহাম্মদ আমীনের আগামী দিনগুলো।
.

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন