শুবাচ : শিক্ষিতজনের শিক্ষাঙ্গন / বিধুভূষণ ভট্টাচার্য - শুবাচ

 শুবাচ : শিক্ষিতজনের শিক্ষাঙ্গন

'শুবাচ' শিক্ষিতজনের শিক্ষাঙ্গন। শত শত শশব্যস্ত শৌখিন শাস্ত্রজ্ঞ শব্দসৈনিকের শুভমিলনকেন্দ্র শুবাচ। শব্দশৈলীর শিল্পনৈপুণ্যে শিহরিত শুচিস্মিত শিক্ষার্থীর শুভ্র শান্ত শশিমুখ।
শ্বাপদ শৃগাল শকুনের শ্যেনদৃষ্টির শীৎকারে শতকের শুরু শশীহীন শর্বরীসম, শার্দূলে শাসিছে শৃগালে। শতজন শঙ্কিত, শুধু শুবাচের শব্দশস্ত্রে শক্তিমান শ্রীমানেরা শঙ্কাহীনচিত্ত।
শ্রদ্ধাবনত শির শ্রীপাদপদ্মকুঞ্জে!

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন