বই মেলায় দ্বিতীয় দিন / সালাহুদ্দীন মাসউদ -শুবাচ



বই মেলায় আমার দ্বিতীয় দিন 

২২ ফেব্রুয়ারি’১৪। এবারের বই মেলায় ২য় বারের মতো আমার পদচারণা।
অত্যন্ত মধুর এক স্মৃতি তৈরি হলো আজ।
বিশিষ্ট গবেষক ও লেখক ডমুহাম্মাদ আমীনস্যারের সাথে সাক্ষাৎ হলো। অনেক উঁচু মাপের গবেষক ও লেখক, এটা জানতাম। ফেসবুক ফ্রেন্ড তিনি। মাঝে মাঝে চ্যাট হতো। কথা হয়েছে দুয়েকবার। কিন্তু আজ তিনি যখন আমার চোখের সামনে এলেন, আমি নতুন একটি বিষয় জানতে পারলাম। তিনি শুধুমাত্র উঁচুমানের লেখকই নন, তিনি একজন উঁচু মানের মানুষও বটে।
অত্যন্ত বিনয়ী ও সরল তিনি।
গতিধারা থেকে প্রকাশিত তার লেখা ‘ জেলা , উপজেলা, ও নদ-নদীর নামকরণের ইতিহাস’ বইটি কিনলাম। অসাধারণ একটি রচনা। গবেষণামূলক রচনা।
স্যারের লেখা ‘হাসতে হাসতে বাংলা শেখা’ ও ‘আন্তর্জাতিক দিবস’ নামক আরো দু’টি বই কিনলাম। আরো একটি বই খুব খুঁজলাম। শেষ হয়ে গেছে। বইটির নাম ‘ বানান ভুল : কারণ ও প্রতিকার’। স্যারের সাথে বেশ সময় কাটালাম। সাথে ছিলো স্যারের ছেলে আবীর মীম ও পিচ্চি মেয়েটা। ওরা খুব ভালো।
আশ্চর্যজনক হলেও সত্য যে, স্যারের ক্লাস এইটের ছেলে আবীরের তিনটি পুস্তক এখন বাজারে। বইমেলায় পাওয়া যাচ্ছে। ওকে বললাম, ও মাসিক কলমদানিতে ভৌতিক গল্প লিখবে।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন