ভুল বাণীতে নজরুল / হাজী রফিক

ভুল বাণীতে নজরুল-সঙ্গীত গেয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

একই গান আমি অনেকের কণ্ঠে শুনি। হেরফের খেয়াল করি। যেমন এখন শুনছি সন্ধ্যা মুখার্জির গাওয়া নজরুল-সঙ্গীত 'হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল' [বাগেশ্রী / লাউনি]। এটা সন্তোষ সেনগুপ্ত থেকে পারভীন মুশতারিসহ অনেকের কণ্ঠে শুনেছি। আজ চমকে উঠলাম।
কবি লিখেছেন, 'চারিপাশে মোর উড়িছে কেবল...'
সন্ধ্যা গেয়েছেন, 'চারিদিকে মোর উড়িছে কেবল...'

কবি লিখেছেন, 'মলিন ফুলদল'
সন্ধ্যা গেয়েছেন, 'বনের ফুলদল'
কবি লিখেছেন, 'নিভিছে জীবন, জীবন-স্বামী।'
সন্ধ্যা গেয়েছেন, 'নিভেছে জীবন...'
রবীন্দ্র-সঙ্গীত এভাবে গাইলে হায় হায় রব উঠতো।

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন