বাংলা শব্দ ‘অল্প’ থেকে ইউরোপের alps ও সুইজারল্যান্ডের ‍alpes / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

বাংলা শব্দ ‘অল্প’ থেকে ইউরোপের alps ও সুইজারল্যান্ডের ‍alpes

ঈষৎ, কিঞ্চিৎ, পরিমিতবিষয়ক, অকিঞ্চিৎকর, লঘু, সামান্য, পরিমিত, less বা কম অর্থ বোঝাতে; সীমায়িত বস্তু বা ব্যাপার, যার বৃদ্ধি বা বাড়াবাড়ি নিষিদ্ধ আছে, বারণ করা আছে, তাই অল্প অর্থাৎ ঈষৎ কম- প্রভৃতি অর্থ বোঝাতে ‘অল্প’ শব্দটি ব্যবহার করা হয়। বহু কারখানায় মালিকের ইচ্ছেমতো উৎপাদন করার অধিকার নেই। কত উৎপাদন করা হবে তা সরকার বলে দেয় অথবা সরকারের নিকট থেকে অনুমতি নিতে হয়। ফলে তাদের উৎপাদন অল্প; একালের ভাষায় sanctioned বা সীমিত পরিমাণ। এ রকম বিষয়কে পূর্বে ‘অল্প’ বলা হত, পরে তা প্রাসঙ্গিক বিষয় ছাড়িয়ে অপ্রাসঙ্গিক ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রচলিত হয়ে যায়। স্মর্তব্য, ‘অল্প’ কিন্তু কম নয়, কম- এর চেয়ে বেশি। বঙ্গীয় শব্দার্থকোষে কলিম খান ও রবি চক্রবর্তী ‘অল্প’ শব্দের বিবর্তন ও আন্তর্জাতিকতার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তাঁদের মতে, “alp = অনতি-উচ্চ পর্বত বা অল্প-পর্বত। হিমালয়ের তুলনায় সুইজারল্যান্ডের পাহাড় অনতি-উচ্চ বা অল্প সেজন্যই ল্যাটিন ভাষায় তাকে alpes এবং ইংরেজি ভাষায় alps বলা হয়েছে। হতে পারে প্রাচীনকালে হিমালয়-দ্রষ্টা ভারতের কেউ সুইজারল্যান্ডে গিয়ে পর্বতটিকে ঐ নাম দিয়েছে অথবা সুইজারল্যান্ডের কেউ ভারতে এসে হিমালয় দেখে ফিরে যাবার পর পর্বতটিকে ঐ নাম দিয়ে থাকবে।”

Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন