জবাব : অনিন্দ্য বড়ুয়া -শুবাচ












অনিন্দ্য বড়ুয়া

মাথায় কত প্রশ্ন আসে,
শুবাচে মেলে জবাব তার,
কেউ বলে না মিথ্যেবাজি

 বকিস নে আর খবরদার !

সবাই শেখায় সবাই শেখে
আমাদের এই শুবাচ থেকে
ভাষার সুবাস ছড়িয়ে শুবাচ
হাজারে হাজার
প্রশ্ন যত আসুক শুবাচ
জবাব দেবে তার।


 


Comments

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন