সসেমিরা শব্দের অর্থ ও ব্যুৎপত্তি / ড. মোহাম্মদ আমীন - শুবাচ

সসেমিরা


‘সসেমিরা’ শব্দের আভিধানিক অর্থ ‘বাহ্যজ্ঞানশূন্য, কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব, প্রায় প্রতিকারহীন অবস্থা ’। এটি সংস্কৃত কবি কালিদাসের দ্বাত্রিংশপুত্তলিকা নাটকে বর্ণিত চারটি রহস্যময় শ্লোকের প্রত্যেকটির আদ্যাক্ষরের সমষ্টি। কথিত হয়, রাজা বিক্রমাদিত্যের বত্রিশ সিংহাসন এবং ভোজরাজাকে নিয়ে পৌরণিক উপাখ্যান ‘দ্বাত্রিংশপুত্তলিকা’য় অভিশাপগ্রস্ত রাজপুত্র জয়পালের পিশাচ অবস্থা প্রাপ্তির পর হতবুদ্ধি অবস্থায় আপন মনে ‘সসেমিরা’ শব্দটি উচ্চারণ করেছিলেন। এ স্বগোতোক্তি থেকে ‘সসেমিরা’ শব্দটির উৎপত্তি। যা আধুনিক বাংলায় ‘বাহ্যজ্ঞানশূন্য, কিংকর্তব্যবিমূঢ়, হতভম্ব, প্রায় প্রতিকারহীন অবস্থা প্রভৃতি বোঝানোর জন্য ব্যবহৃত হয়।

Comments

  1. ‘সসেমিরা’শ্লোক চারটি যদি জানান তবে উপকৃত হবো।
    নমস্কার

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

উপলক্ষ ও উপলক্ষ্য

পার ও পাড় / ড. মোহাম্মদ আমীন

তৎসম চেনার কৌশল / ড. মোহাম্মদ আমীন