নজরুল রচনায় ব্রজ-/ ড. মোহাম্মদ আমীন - শুবাচ
নজরুল রচনায় ব্রজ-
(ব্রজগোপী, ব্রজধাম, ব্রজনারী, ব্রজদুলাল, ব্রজপুর, ব্রজবধু, ব্রজবালা, ব্রজবুলি, ব্রজরাজ, ব্রজরস)
**************************************************************************
‘ব্রজ’ হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী মথুরার নিকটবর্তী একটি গ্রাম। এ গ্রামে কৃষ্ণ তাঁর বাল্যকাল অতিবাহিত করেছেন। উদাহরণ : ব্রজের গোপাল! সেদিন ভুলিব/ আমার প্রাণের ব্যাথা। [নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি, পঙ্ক্তি ১৭-১৮)]। ‘গোপী’ গোপনারী, গোয়ালিনী, গোপবধু। উদাহরণ : গোপিনীরা ধেয়ে আসে পাগলিনী হয়ে [ নজরুল রচনা সম্ভার, ৪র্থ (আবদুল কাদির সম্পাদিত]। সুতরাং :
ব্রজগোপী : ব্রজের গোপনারী, ব্রজের গোপবধু। উদাহরণ : সেই ব্রজগোপীদের ঘর আছে, পর আছে/ কৃষ্ণ বিনা নাই রাধার কেহ।
[ নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি ১১৬৭, পঙ্ক্তি ১৩-১৪]ব্রজধাম : বৃন্দাবন, গোকুল। উদাহরণ : কৈলাসে তাই মাকে ডাকি/ দেখব সেথায় ব্রজধাম
[নজরুল রচনাবলী, ৪র্থ (আবদুল কাদির সম্পাদিত), গান ৬৫, পঙ্ক্তি ১৫-১৬]
ব্রজনারী : গোপনারী, গোপবধু। উদাহরণ : মুরলী-ধ্বনি শুনি ব্রজনারী/যমুনা-তটে আসিল ছুটে,[নজরুল রচনাবলী, ৪র্থ (আবদুল কাদির সম্পাদিত), পঙ্ক্তি ২১-২২]
ব্রজদুলাল : শ্রীকৃষ্ণ। উদাহরণ : [যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে/ --- সেই রূপে ব্রজ-দুলাল, নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি) ১৫৬৫, পঙ্ক্তি ১০-১১]।
ব্রজপুর : বৃন্দাবন। উদাহরণ : ঘনশ্যাম কিশোর নয়ন- আনন্দ/ব্রজপুর চন্দ শ্রী ব্রজপুর চন্দ [নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি) ১২৯৩, পঙ্ক্তি ১-২]।
ব্রজবধু : রাধা। উদাহরণ : লাবণী বিগলিতা এ সকরুণ ললিতা,/ যমুনা কূলে এস ব্রজবধু, কুলভীতা। [ নজরুল গীতি অখণ্ড, গান (রাগ-প্রধান) ৮১০, পঙ্ক্তি ৭-৮]।
ব্রজবালা : ব্রজের নারী, ব্রজের কন্যা, গোপবধু। উদাহরণ : সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব, আমি ব্রজবালা। [নজরুল গীতি অখণ্ড, গান (রাগ-প্রধান) ৭৮৪, পঙ্ক্তি ৮]।
ব্রজবুলি : বৈষ্ণবপদ রচনায় ব্যবহৃত কৃত্রিম মিশ্রভাষাবিশেষ। উদাহরণ : ব্রজবুলি হলে রইত বুকে চরণ চিহ্ন আঁকা। [নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি), পঙ্ক্তি ১০]।
ব্রজরাজ : শ্রীকৃষ্ণ। উদাহরণ : শুনি যে মোহন বেণু, তৃণ নাহি খায় ধেনু সে সুর শিখাও ব্রজরাজ। [নজরুল গীতি অখণ্ড, গান (ভক্তি-গীতি) ১২১৬, পঙ্ক্তি ৮]।
ব্রজরস : প্রেমরস, প্রেমমধু। উদাহরণ : আমি নিত্যান্দ হল পিয়ে মধুর ব্রজ-রসে। [ ত্রয়োদশ দৃশ্য, বিষ্ণুপ্রিয়া, নজরুল রচনা সম্ভার (গান)]।
[সহায়ক গ্রন্থ : (১) একালে নজরুল/ নজরুলের কবিভাষা : পুরাণ ও প্রকৃতি, আহমদ শরীফ (২) নজরুল- শব্দপঞ্জি, হাকিম আরিফ, নজরুল ইন্সটিটিউট, ১৯৯৭ (২) নজরুল শব্দকোষ/ সঙ্কলক ও সম্পাদক, আবুল কালাম মোস্তফা, বাংলা একাডেমি, মে ১৯৯৩,
Comments
Post a Comment